রাস্তায় পাওয়া টাকা মালিককে ফেরত দিচ্ছেন ভ্যানচালক © টিডিসি
সম্প্রতি সড়কে প্রায় ৩ লক্ষ টাকা (২ লক্ষ ৮০ হাজার) কুঁড়িয়ে পান দরিদ্র ভ্যানচালক আব্দুল খালেক। টাকা পাওয়ার পর থেকে প্রায় ১৭ দিন প্রকৃত মালিকের সন্ধান করে সেগুলো ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। রবিবার (২৪ আগষ্ট) হারানো টাকার মালিক সিরাজুল ইসলামের বাবুলের বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকা নিয়ে হাজির হন ওই ভ্যানচালক। ভ্যানচালকের এমন সততায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃতও করেছেন মালিক।
জানা গেছে, আব্দুল খালেকের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারো বাজার এলাকায়। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম টাকাগুলো সড়কে হারিয়ে ফেলেছিলেন।
এ বিষয়ে ভ্যান চালক আব্দুল খালেক বলেন, ২ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়ার পর ১৭ দিন আমি ঠিক মত ঘুমাতে পারিনি। আমার ভাঙ্গাঘর-বাড়ি থেকে চোরডাকাতরা যদি টাকাগুলো নিয়ে যায় তখন আমি টাকার প্রকৃত মালিককে কি জবাব দিব। আমি ১৭ দিন ধরে টাকার প্রকৃত মালিককে খুঁজছিলাম। টাকাগুলো তাকে বুঝিয়ে দেওয়ার পর একটু শান্তি পাচ্ছি।
ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, আমি ব্যবসায়িক কাজে ২ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে গারো বাজার যাওয়ার পথে টাকার ব্যাগ সড়কে হারিয়ে যায়। মোটরসাইকেল দিয়ে টাকাগুলো অনেক খুঁজেছি। আশা যখন ছেড়ে দেয়ারপালা তখন ভ্যানচালক আব্দুল খালেক হারিয়ে যাওয়া টাকা নিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকাগুলো বুঝিয়ে দেন। একজন দরিদ্র ভ্যানচালকের সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাকে খুশি হয়ে ৩০ হাজার টাকা দিয়েছি।