গাজীপুরে যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণসহ ৫ দাবিতে জামায়াতের মানববন্ধন
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:৩৫ AM
গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মেট্রো সদর থানা শাখা।
বুধবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনের প্রধান অতিথি জামায়াত মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সালাহ উদ্দিন আইউবী বলেন, জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষকে দুর্ভোগে ফেলছে না, এটি দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, মেট্রো থানা ছাত্রশিবির সভাপতি মো. সোলাইমান কবির ও মহানগর ছাত্রশিবিরের আইন সম্পাদক নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেট্রো থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান।
আরও পড়ুন: কাদেরকে ভিপি, বাকেরকে জিএস মনোনীত করে ডাকসুতে বাগছাসের প্যানেল ঘোষণা
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো শিববাড়ী মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত দ্রুত ফ্লাইওভার নির্মাণ; রেলক্রসিং এলাকার দুই পাশের ফুটপাথ থেকে অস্থায়ী কাঁচাবাজার ও ভ্রাম্যমাণ মার্কেট অপসারণ ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা; শিববাড়ী মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিয়োগ; ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে যানজট নিরসন ও শিববাড়ী মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করা।
মানববন্ধনের বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।