এবার গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © টিডিসি

এবার গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘জরুরি কল সেবা ৯৯৯-এর মাধ্যমে এক যুবককে দেয়া গণপিটুনির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠাই। তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাজউদ্দীনে মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।’ 

জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন এলাকায় এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে আহত করার খবর ৯৯৯-এ আসে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে।

যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানা গেছে।

এর আগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভিডিও করার সময় চন্দনা চৌরাস্তা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।


সর্বশেষ সংবাদ