সংযোগ সড়কের অভাবে চালু করা যাচ্ছে না তালতলী-বরগুনা ফেরি চলাচল

১৫ আগস্ট ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
পায়রা নদীতে নৌকা চলছে

পায়রা নদীতে নৌকা চলছে © টিডিসি

দুটি সংযোগ সড়কের অভাবে আলোর মুখ দেখছে না বরগুনার তালতলী উপজেলার পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতির অপার সম্ভাবনা। এর ফলে পায়রা নদীতে তালতলীর সঙ্গে বরগুনা সদরের ফেরি চালু করা সম্ভব হচ্ছে না। এতে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা এবং ব্যাহত হচ্ছে পর্যটন বাণিজ্য।

জানা যায়, সাগর, নদী ও সবুজের অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা তালতলী উপজেলা পর্যটকদের জন্য অনন্য এক গন্তব্য। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, টেংরাগিরি ইকোপার্ক, রাখাইন পাড়া ও নিদ্রার চরসহ পর্যটনের নানা অনুষঙ্গ পর্যটকদের হাতছানি দেয়। একইসঙ্গে রয়েছে কৃষি ও মৎস্যভিত্তিক বাণিজ্যের বিশাল সম্ভাবনা।তবে সরাসরি ফেরি যোগাযোগ না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

স্থানীয়রা জানান, ফেরি না থাকায় যাতায়াতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতিবার নদী পার হতে গুনতে হয় একশো টাকা পর্যন্ত। তাদের দাবি, তালতলীর সার্বিক উন্নয়নের জন্য ফেরি চলাচল চালু করার বিকল্প নেই।

জেলা প্রশাসন জানায়, তালতলী থেকে বগী পর্যন্ত নির্মাণাধীন সড়ক এবং পায়রা নদীর দুই পাড়ে সংযোগ সড়ক নির্মাণ সম্পন্ন হলে ফেরি চলাচল শুরু হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করা হবে।

বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সড়কের কাজ চলমান। বর্ষা মৌসুমে গতি কম থাকলেও আশা করছি ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারব।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, সংযোগ সড়কের কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই ফেরি চলাচল চালু করা সম্ভব হবে।

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ০৭ জানুয়ারি ২০২৬
৫০ হাজার টাকার ঋণ সুদে-আসলে দাঁড়াল ৩ লাখ, মামলা থেকে বাঁচতে…
  • ০৭ জানুয়ারি ২০২৬
নার্স ও চিকিৎসকদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুবির ৩ রোভার
  • ০৭ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষ ভেন্যুর দাবি নাকচ, বাংলাদেশকে ভারতেই খেলতে বলল আইস…
  • ০৭ জানুয়ারি ২০২৬
জুলাই হামলায় বহিষ্কৃতসহ ৫ বহিষ্কৃত কর্মকর্তা বৈধ ভোটার
  • ০৭ জানুয়ারি ২০২৬