নিহত লিমন © টিডিসি
যশোরের অভয়নগরে গাছে বাঁধা অবস্থায় লিমন (১৭) নামে এক অটো ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা ফারাজিপাড়া বিলপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লিমনের বাড়ি নোয়াপাড়া পৌরসভার জগ বাবুর মোড়ে। সে জগ বাবু মোড় নামক এলাকার কাসেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে কেবা কারা তাকে গাছা বেধে হত্যা করে বিলের মধ্যে রেখে পালিয়ে যায়। তার কাছে থাকা অটো ভ্যান, মোবাইল, টাকা নিয়ে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়।
প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন পরিশ্রমী, সৎ ও অসহায় মানুষ। প্রতিদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে কখনো গোডাউনে বস্তা টানতেন, কখনো চালাতেন অটোভ্যান—শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু সেই ঘামে ভেজা জীবন থেমে গেল কিছু পাষণ্ডের হাতে। তারা তাকে হত্যা করে ছিনিয়ে নিয়েছে টাকা, মোবাইল ও অটোভ্যান। এখনো ধরা-ছোঁয়ার বাইরে অপরাধীরা। অভয়নগরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিহতের ভাইয়ের সাথে কথা বলেছি। কিছু আলামত উদ্ধার হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, দুই মাসে অভয়নগরে পাঁচটি খুন সংঘটিত হয়েছে।