আড়াই বছর নিখোঁজ থাকার পর পরিবারের কাছে ফিরলো ইয়াসিরের মরদেহ
- আনোয়ারা প্রতিনিধি
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৪:৩৮ PM
আড়াই বছর আগে নিখোঁজ হওয়া ইয়াসির আরাফাত (১৮) অবশেষে ফিরলেন পরিবারের কাছে—তবে মরদেহ হয়ে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারানো অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত হওয়ার পর মঙ্গলবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ইয়াসির কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারার 'মরিয়ম হোটেল'-এ রান্নার কাজ করতেন। তবে নিজের পরিচয় গোপন রেখেছিলেন তিনি।
গত সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে ডুবে যান ওই যুবক। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন তার কোনো নাম-পরিচয় মিলছিল না। পরে তার ছবি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইয়াসিরের পরিবার বিষয়টি জানতে পারে। ছবি দেখে সন্দেহ হলে উখিয়া থানা পুলিশের মাধ্যমে আনোয়ারা থানায় যোগাযোগ করেন তারা। মঙ্গলবার সকালে ইয়াসিরের স্বজনরা আনোয়ারা থানায় এসে মরদেহ দেখে তাকে শনাক্ত করেন। আনুষ্ঠানিকতা শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
পরিবার জানায়, আড়াই বছর আগে ইয়াসির হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই থেকে তারা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন, কিন্তু কোনো সন্ধান মেলেনি। কোথাও সঠিক পরিচয় না থাকায় কেউই তাকে চিনতে পারেনি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘পরিবার আজ সকালে থানায় এসেছিল। তারা লাশ শনাক্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ এরপর লাশ নিয়ে স্বজনরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাতেই জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।