নৌকায় শুয়ে থাকা নিয়ে কথা কাটাকাটি, বৈঠার আঘাতে প্রাণ গেল জেলের
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নৌকায় শুয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বৈঠার আঘাতে মনিন্দ্র দাস (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কালী মোহন দাস (৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নাসিরনগরের ভলাকুট উত্তরপাড়া গাঙ্গে মাছ ধরতে যান তিন জেলে কালী মোহন দাস, মনিন্দ্র দাস ও দিলীপ সরকার। এসময় অসুস্থ থাকায় মনিন্দ্র দাস নৌকার ভেতরে শুয়ে ছিলেন। এ নিয়ে কালী মোহন দাস তাকে গালিগালাজ করেন। প্রতিবাদ করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে কালী মোহন দাস নৌকার বইটা দিয়ে মনিন্দ্র দাসের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
ঘটনার পরও আসামি এলাকায় অবস্থান করছিলেন। পরে ভুক্তভোগীর স্বজনরা থানায় অভিযোগ করলে নাসিরনগর থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলামের নির্দেশে এসআই কামালের নেতৃত্বে রাত সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে কালী মোহন দাসকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাস কে জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, মামলার কার্যক্রম চলমান এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কোর্টে পাঠানো হবে।