নেশাগ্রস্ত যুবকের হাতে প্রাণ গেল পিতার, আটক ঘাতক পুত্র
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১২:২২ PM
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক কেনার টাকার জন্য নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল রুদ্র (৫০)। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র (২০) একসময় একটি সেলুনে কাজ করতেন। কিন্তু সম্প্রতি বেকার হয়ে পড়েন এবং মাদকাসক্ত হয়ে যান। এতে পরিবারে অভাব-অনটন বাড়তে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্র বাবার কাছে টাকা চায়। বাবা রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তপন ধারালো দা দিয়ে পিতার ওপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে। এতে দুলাল রুদ্র গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুলাল রুদ্রকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। রাতেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় জনতা তপন রুদ্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঘাতক পুত্র তপন রুদ্রকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’