বাগেরহাটে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

৩১ মে ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
বাগেরহাট

বাগেরহাট © টিডিসি ফটো

বাগেরহাটের চিতলমারীতে নেশার টাকা না পেয়ে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে রাব্বি খাকী (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। নিখোজের ১১ দিন পর শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ি সংলগ্ন নালুয়া-চরচিংগড়ী খালের পাশ থেকে লাভলী বেগম (৪৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকীর সাথে প্রথম বিয়ে হয় লাভলীর। এই ঘরে রাব্বি খাকী ওই ঘরেরই সন্তান। পরে লাভলী বেগমের সাথে বাগেরহাটের মনিরুজ্জামান নামের এক ব্যক্তির বিয়ে হয়। ওই ঘরে লাভলীর সেরা (১০) ও লাবনী (৭) নামের দুই মেয়ে রয়েছে।

লাভলীর বড় ভাই মোঃ আফজাল শেখ বলেন, স্বামী মনিরুজ্জামান মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। সে মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করত। গেল ২০মে রাত ৮ টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের সাথে ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮ টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাভলী বেগমের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই ছেলে রাব্বি পলাতক রয়েছে, তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ডোবার পানিতে ডুবে প্রাণ গেল যমজ বোনের 

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, নিহতের একাধিক বিয়ে ছিল। বড় ঘরের সন্তান রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। কয়েকদিন ধরে মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া চলছিল।২০ মে রাতে মা ছেলের মধ্যে সব শেষ ঝগড়া হয়। ওই রাত থেকেই তিনি নিখোজ ছিল।

এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল
  • ২৮ জানুয়ারি ২০২৬
দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে ৫ নির্দেশনা
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage