বরগুনা জেনারেল হাসপাতাল © সংগৃহীত
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে চলতি বছরে বরগুনায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে ৬ জনের এবং জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৪ জন।
নিহত নারীরা হলেন পারভীন বেগম (সাবেক ইউপি সদস্য) ও লাকী আক্তার নামে। পারভীন সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা ও লাকী আক্তার পৌরসভার সোনাখালী গ্রামের বাদল তালুকদারের স্ত্রী।
বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮ জন ভর্তি হয়েছেন বরগুনা সদর হাসপাতালে এবং বাকি ৪ জন জেলার অন্যান্য উপজেলায়। বামনায় আক্রান্ত হয়েছেন ৪ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬২ জন। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৭৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। তবে সদর ছাড়া অন্য উপজেলার অনেক রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আশা করছি, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’