যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রীর হাসপাতালে মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা   © ফাইল ফটো

যশোর-মাগুরা সড়কের কোদালিয়া বাজারে বাসচাপায় গুরুতর আহত হওয়া স্কুলছাত্রী ফারিয়া সুলতানা (১৩) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, ফারিয়া যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে। সে স্থানীয় খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান, মৃত্যুর খবরটি ফারিয়ার বাবা তাকে নিশ্চিত করেছেন। সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে এবং জানাজার আয়োজন চলছে।

গত ২৩ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কোদালিয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয় ফারিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি থেমে থাকার সময় সে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসচালক হঠাৎ বাস চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ওইদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকালে সে না-ফেরার দেশে পাড়ি জমায়।

এ ঘটনায় ফারিয়ার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। গ্রামের মানুষ, শিক্ষক-সহপাঠী সবাই এই দুর্ঘটনায় শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত বাস ও চালকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ