আগুনে নয়, ধোঁয়ায় মারা গেছে নুসরাত

২৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৭:০১ AM
নুসরাত জাহান আনিকা

নুসরাত জাহান আনিকা © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখন কোলাহলহীন নিস্তব্ধ এক প্রাঙ্গণ। এখানে প্রতিদিন গুঞ্জরিত হতো শতশত শিশুর প্রাণচঞ্চল কণ্ঠস্বর, এখন ছড়িয়ে আছে পুড়ে যাওয়া বই, ভাঙা ডেস্ক আর হাহাকারের ছায়া। গত সোমবার একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোনের একাডেমিক ভবনে বিধ্বস্ত হওয়ার পর থেকে থেমে গেছে শিশুর হাসি, থামেনি শুধু স্বজনহারাদের আহাজারি।

বিকট বিস্ফোরণের শব্দে ভেঙে যাওয়া নীরবতা আজও আচ্ছন্ন করে রেখেছে ওই এলাকা। যন্ত্রণায় কাতর আহত ও দগ্ধ শিশুদের কান্না আর হাসপাতালের করিডোরে দিশেহারা মা-বাবার ছুটোছুটি, পুরো পরিবেশটাকেই ভারি করে তুলেছে।

সোমবারের ভয়াবহ দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৮। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ৬৮ জন। এই নিহত-আহতদের সিংহভাগই ছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী।

সেই নিহত শিক্ষার্থীদের একজন ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী সবার আদরের নুসরাত জাহান আনিকা। আগুন স্পর্শ করেনি তার শরীর কিন্তু কালো ধোঁয়ার দমবন্ধ গন্ধই নিভিয়ে দিলো ছোট্ট প্রাণটিকে।

নুসরাতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট। নতুন জামা পরতে ভালোবাসা, খেতে ভালোবাসা, ঘুরতে ভালোবাসা সব মিলিয়ে সে ছিল প্রাণোচ্ছল এক শিশু। পরিবারের সঙ্গে কদিন আগেই ঘুরে এসেছিল কক্সবাজার। সেই হাসিমুখের স্মৃতি আজ ছবি হয়ে গেছে, স্মৃতির অ্যালবামে বন্দি হয়ে গেছে নুসরাত।

নুসরাতের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার আদরের মাইয়া খুব সুন্দর আছিল। ওর শরীর তেমন পোড়ে নাই। ধোঁয়ায় মারা গেছে। ভবনের নিচতলায় ছিল।’ বলতে বলতেই থেমে যান তিনি, ভেঙে পড়েন আবেগে।

ঘটনার দিন বিকট শব্দ শুনে উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর পাশে থাকা নিজ বাসা থেকে ছুটে গিয়েছিলেন স্কুলে। মেয়েকে খুঁজে বেড়িয়েছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। সন্ধ্যায় সিএমএইচের মর্গে সাদা কাপড়ে ঢাকা মেয়ের নিথর দেহ দেখেন তিনি।

সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে গলা ভারি হয়ে আসে আবুল হোসেনের, ‘কালকে যখন শব্দ শুনি, দৌড়াইয়া যাইয়া দেখি, আগুন আর আগুন। ও তো ক্লাস শেষ করে কোচিংয়ের জন্য অপেক্ষা করতেছিল। সব শেষ হইয়া গেল। সুন্দর সুন্দর জামা পরতে পছন্দ করত, যা চাইছে তা–ই খাওয়াইছি।’

তিনি আফসোস করে বলেন, ‘ভবনের যদি আর কোনো সিঁড়ি বা গেট থাকত, তাহলে অনেকেই বের হতে পারত।’

শুধু তিনি নন, নুসরাতের ভগ্নিপতি মো. শাকিলও ক্ষোভ প্রকাশ করেন কোচিং ব্যবস্থাপনা নিয়ে। নিজেকে মাইলস্টোনের প্রাক্তন শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কোচিংয়ে অংশ নিতে চাপ দেয়। নুসরাতকে গত মাসেই কোচিংয়ে ভর্তি করতে বাধ্য হন তারা।

শাকিল বলেন, ‘সকাল থেকে বিকেল তিনটা–চারটা পর্যন্ত এই ছোট বাচ্চাদের তারা ধরে রাখে। কাল যদি ছুটির সঙ্গে সঙ্গে কোচিংয়ের জন্য অপেক্ষা না করে বের হয়ে যেত, তাহলে শিশুরা বেঁচে যেত।’

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান …
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়…
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9