বিপুল হত্যাকাণ্ডের মূল আসামিসহ আটক দুই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

যশোরের র‍্যাব অভিযানে বিপুল হত্যাকান্ডের প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পি (২৮) ও তার সহযোগী রাজিব হোসেন (১৯) কে আটক করা হয়েছে। আজ ১৩ জুলাই( রোববার) যশোর শহরের চার খাম্বা মোড় ও ভোলা ট্যাঙ্ক রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটক রিয়াদ হোসেন বাপ্পি শহরের ষষ্ঠীতলা পাড়ারআব্দুল খালেকের ছেলে ও রাজিব হোসেন একই এলাকার আকতার হোসেনের ছেলে। 

র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মো. রাসেল বলেন, যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ায় নারী ঘটিত একটি  ঘটনায়  আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে  দুর্বৃত্তরা । এ ঘটনায় একটি মামলা হয় যশোর কোতোয়ালি থানায়। মামলায় প্রধান প্রধান আসামি রিয়াজুল ইসলাম বাপ্পি ও তার সহযোগী রাজিব হোসেনকে আটক করা হয়েছে। বাকি আসামিরা আমাদের গোয়েন্দা নজরদারিতে আছে অচিরেই আটক করতে সক্ষম হবো। তদন্তের স্বার্থে বিস্তারিত বলতে পারছি না। 

যশোর কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত বলেন, আশরাফুল ইসলাম বিপুল হত্যাকান্ডে ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। নিহতের  মা মমিনা খাতুন বাদী হয়ে মামলাাটি  করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তারমধ্যে দুই আসামিকে র্যাব আটক করেছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!