পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক খালাতো ভাই, শিক্ষার্থীর বিষপান
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০২:১২ AM
জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে রাসেল মিয়া (২৩) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রকৃত পরীক্ষার্থী আরমান (১৭) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
মঙ্গলবার (১৩ মে) ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার সময় রাসেল মিয়াকে আটক করা হয়। তিনি পার্শ্ববর্তী পুড়ারচর এলাকার তারা মিয়ার ছেলে।
আরও পড়ুন: প্রাথমিকে অর্ধলাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিল অধিদপ্তর
জানা যায়, পরীক্ষার্থী আরমান (১৭), ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে, পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। অসুস্থ থাকায় তার খালাতো ভাই রাসেল মিয়া তার হয়ে পরীক্ষায় অংশ নেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্র থেকে রাসেলকে আটক করা হয়।
ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাসেল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, এ ঘটনায় আরমান মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।