এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

টিডিসি সম্পাদিত
টিডিসি সম্পাদিত  © টিডিসি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যা করেছে জেসমিন খাতুন ওরফে জেমি (১৭) নামের এক শিক্ষার্থী। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জেমি ওই গ্রামের জেরু মণ্ডলের মেয়ে এবং কালিকাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয় সে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নাশতা করে নিজ ঘরে চলে যায় জেমি। পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে খাবারের সময় তার মা ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখতে পান, জেমি মেঝেতে নিস্তেজ অবস্থায় পড়ে আছে এবং মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জেমির বাবা জেরু মণ্ডল বলেন, ‘পরীক্ষায় ফেল করায় আমার মেয়ে প্রচণ্ড মানসিক কষ্টে ছিল। আমাদের অজান্তেই সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।’

বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ