ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

৩০ জুন ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০১:৩৯ PM
প্রেসক্লাব যশোরের সামনে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন

প্রেসক্লাব যশোরের সামনে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন © টিডিসি

কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নরসুন্দর পিতা-পুত্রকে আটক ও ঢাকার খিলক্ষেতে দুর্গাপ্রতিমা অসম্মানের প্রতিবাদে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। 

সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসভা কমিটির নেতারা ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দুলাল সমাদ্দার, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সদর উপজেলার সভাপতি রবিন কুমার পাল, বাঘারপাড়া উপজেলার সদস্যসচিব প্রণয় সরকার, যশোর পৌরসভার সাধারণ সম্পাদক উৎপল সরকার, শার্শা উপজেলার সভাপতি নীল কুমার সিংহ, ঝিকরগাছার সভাপতি দুলাল অধিকারী, মহিলা পরিষদের নেত্রী সুলতানা রহমান জলি প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শান্তি ফিরে আসার আশা থাকলেও বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অন্যায়, অত্যাচার ও মন্দির ভাঙার ঘটনা বাড়ছে। এই দেশ থেকে আমাদের বিতাড়িত করার চক্রান্ত চলছে। আমরা এ দেশে জন্মেছি, এ দেশেই মাথা উঁচু করে বাঁচতে চাই। ঢাকা খিলক্ষেতে সরকারের বুলডোজার দিয়ে মন্দির ও প্রতিমা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। আমাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা আছে কি? আমরা কার কাছে বিচার চাইব, সরকারের কাছে বিচার চেয়ে কোনো লাভ নেই। কুমিল্লায় বোনকে বিবস্ত্র করার ঘটনা এবং লালমনিরহাটে ১০ টাকার জন্য নরসুন্দর পিতা-পুত্রকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যশোরের অভয়নগরের মসিহাটি গ্রামে হত্যাকাণ্ডের পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়, তাহলে সনাতনী সমাজ তীব্র আন্দোলন গড়ে তুলবে।’

বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশে যত বড় সাম্প্রদায়িক শক্তি আসুক না কেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্পর্ক নষ্ট করা যাবে না। ধর্মীয় মোড়কে একটি গোষ্ঠী পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন করার পাঁয়তারা করছে, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না। কে হিন্দু আর কে মুসলমান, তা দেখার বিষয় নয়, বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাঙালি জাতি অসাম্প্রদায়িক এবং এই জাতিকে কোনো সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করা যাবে না। বাঙালি যতদিন আছে, তত দিন বাংলাদেশ অসাম্প্রদায়িক থাকবে।’

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9