কুড়িগ্রামে সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে চালক ও স্থানীয়রা

২৯ জুন ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৪:০০ PM
সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে পাথরবোঝাই ট্রাক

সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে পাথরবোঝাই ট্রাক © টিডিসি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রাকের অতিরিক্ত ভারে সোনাহাট স্থলবন্দরের সংযোগ সেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী, অফিসগামী মানুষ, স্থানীয় যাত্রী ও চালকরা।

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক সেতুর মাঝামাঝি গিয়ে স্টিলের পাটাতন ভেঙে আটকে যায়। এর পর থেকেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। কেউ কেউ বিকল্প হিসেবে নৌকা ব্যবহার করে পার হচ্ছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ও দীর্ঘদিনের পুরোনো সেতুটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মাঝেমধ্যেই পাটাতন ভেঙে যাওয়ার ঘটনা ঘটত। জরুরি মেরামতের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। এবার পাটাতন ভেঙে যাওয়ায় স্থলবন্দরের ব্যবসা, যাত্রী চলাচল ও জনজীবনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পরীক্ষার জন্য পথে থাকা শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, রাজিমুল ও সোহেল রানা বলেন, ‘সাড়ে ৯টার মধ্যে হলে ঢুকতে হয়। রিজার্ভ অটোরিকশায় এসে দেখি সেতু বন্ধ। বাধ্য হয়ে হেঁটে চলেছি।’

আরও পড়ুন: ধর্ষণের গুজব ছড়িয়ে বিএনপি নেতাকর্মীদের চরিত্রহননের চেষ্টা করেছে শিবির: নাছির

অটোচালক বাবুল বলেন, ‘চর ভূরুঙ্গামারীর নতুন হাট থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রামে যাচ্ছিলাম। এসে দেখি সেতুতে ট্রাক আটকে আছে। যাত্রীরা নেমে গেছে। আজ কোনো আয় হবে না।’

জানা গেছে, ব্রিটিশ আমলে ১৮৮৭ সালে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন নির্মাণের অংশ হিসেবে ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ১২০০ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণ করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় এটি ভেঙে দেওয়া হলে পরবর্তী সময়ে এরশাদ সরকারের আমলে সেতুটি সড়কসেতু হিসেবে পুনর্গঠন করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাকের কারণে সেতুর পাটাতন ভেঙেছে। আমরা দ্রুত মেরামতের কাজ করছি। স্বল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

ডিআইইউতে প্রথমবারের মতো অ্যাথলেটস ডে-২০২৬ অনুষ্ঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদল সেক্রেটারির আনা দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন আসিফ
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ ফেলে ঠিকাদার উধাও, পাঠদান ব্যাহত
  • ১৯ জানুয়ারি ২০২৬
সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বাস্থ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল, জানালেন চেয়ারম্যান
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক হলেন দ্য …
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9