ধর্ষণের গুজব ছড়িয়ে বিএনপি নেতাকর্মীদের চরিত্রহননের চেষ্টা করেছে শিবির: নাছির

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, শিবির নেতারা বিএনপির নাম জড়িয়ে ধর্ষণের গুজব ছড়িয়ে দলের নেতাকর্মীদের চরিত্রহননের অপচেষ্টা চালিয়েছে। উদ্দেশ্য ছিল বিএনপির কর্মীদের বিরুদ্ধে জনমত ও মব উসকে দেওয়া। এমন গুজব সন্ত্রাস ধরা পড়ার পরও তারা ভুল স্বীকার করেনি, প্রকাশ করেনি কোনো অনুশোচনা।

আজ রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

নাছির উল্লেখ করেন, কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং তা ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ফজর আলী নামের আরেকজন ব্যক্তি আওয়ামী লীগের কর্মী বলেও তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, এই অমানবিক ঘটনার সাথে বিএনপি বা ছাত্রদলের কারো কোনো ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করলাম, উক্ত ঘটনাকে বিকৃত করে মধ্যরাতে  জামায়াত শিবির চক্র বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয়  শিবির নেতা সাদিক কায়েম এবং ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ; যারা গণ-অভ্যুত্থানের পরে ছাত্রলীগের নেতা থেকে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখনও তাদের গুজব আর সজীব ওয়াজেদ জয়ের গুজবের ভাষা একই। 

নাছির আরও বলেন, গুজব রটনা ছাত্রশিবিরের মধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ছাত্রশিবির গুজব সন্ত্রাস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাদের এই রোগ ছোঁয়াচে রোগের মতো নতুন নতুন অনেক দলের মধ্যেও প্রবেশ করেছে। ছাত্রশিবির মিথ্যা ও অপতথ্যের আশ্রয় নিয়ে রাজনীতির পরিবেশ দূষিত করেছে। 

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, শ্লীলতাহানি, ধর্ষণসহ সব ধরনের নারী নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা সব ধরনের নারী নির্যাতনের বিচার দাবি করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence