কলাপাড়ায় তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ
- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:০৫ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৫:০৫ PM
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ জুন) সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার মহিপুর মৎস্য বন্দর এলাকায় কোস্টগার্ড স্টেশন নিজামপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খাপড়াভাঙ্গা নদী থেকে বৈধ কাগজপত্র এবং পর্যাপ্ত লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ নামের তিনটি ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং বোটগুলোকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পেয়েছে। একই সঙ্গে মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।