কলাপাড়ায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

০৩ জুন ২০২৫, ০৫:১৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০১:৪২ AM
চিকিৎসা ক্যাম্প রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে

চিকিৎসা ক্যাম্প রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে © টিডিসি

দুর্গম উপকূলীয় জনপদ কলাপাড়ার লালুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প। আজ মঙ্গলবার (৩ জুন) লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শতাধিক নারী, পুরুষ ও শিশু নানা ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা নেন।

নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (এনটিডিসি) তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগনির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

চিকিৎসা নিতে আসা স্থানীয় সফুরা বেগম (৭০) বলেন, ‘আমার শরীরটা মাঝেমাঝে খুব খারাপ হয়। কিন্তু দূরে গিয়ে চিকিৎসা নেওয়া কষ্টকর। আজকে ঘরের কাছে ডাক্তার পেয়ে অনেক উপকার হয়েছে।’

রেজাউল নামের একজন যুবক বলেন, ‘আমরা সাধারণ মানুষ, টাকার অভাবে অনেক সময় ডাক্তার দেখানো সম্ভব হয় না। নৌবাহিনীর এ উদ্যোগ খুবই ভালো। তারা যেন বারবার এসে এমন ক্যাম্প করে।’

আরও পড়ুন: তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

স্থানীয় জনপ্রতিনিধিরাও নৌবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। লালুয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোজাম্মেল হক বলেন, ‘উপকূলীয় এই অঞ্চলে অনেকেই ন্যূনতম চিকিৎসাসেবার সুবিধা থেকে বঞ্চিত। এ ক্যাম্প মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। নৌবাহিনীর এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাই অন্তত তিন মাস পরপর এমন ক্যাম্পের আয়োজন করা হোক।’

বাংলাদেশ নৌবাহিনী জানায়, ক্যাম্পে আগতরা পেটের সমস্যা, চোখ ও ত্বকের রোগ, উচ্চ রক্তচাপ, বাতজ্বরসহ নানা স্বাস্থ্য জটিলতার বিষয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় ও দরিদ্র জনগণের জন্য তারা নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজন করে থাকেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান
  • ০২ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি…
  • ০২ জানুয়ারি ২০২৬
যশোর রেজিস্ট্রি অফিসে রহস্যজনক আগুন: পুড়ে ছাই ৩০০ বছরের নথি
  • ০২ জানুয়ারি ২০২৬
শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়াবিদ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা নামল ৯ ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
পায়ের গোড়ালি ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!