চোখ বেঁধে আরও ১৩ জনকে বাংলাদেশে পাঠাল বিএসএফ

৩০ মে ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৮:০৮ PM
নারী ও শিশুসহ আরও ১৩ জনকে পুশ-ইন করে বিএসএফ

নারী ও শিশুসহ আরও ১৩ জনকে পুশ-ইন করে বিএসএফ © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ১৩ জনকে পুশ-ইন (ঠেলে পাঠানো) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। শুক্রবার (৩০ মে) ভোরে উপজেলার মটুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

পুশ-ইনের শিকার ব্যক্তিদের মধ্যে ছয়জন শিশু, চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। আটক ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ তাদের প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত পিলার ২১৯৪-৪-এস এলাকায় হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে তাদের বাংলাদেশে পুশ-ইন করে। একপর্যায়ে তারা মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করলে বিজিবির ছাগলনাইয়া বিওপির টহলদল তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।

আরও পড়ুন : বিমান থামার আগে উঠে দাঁড়ালেই জরিমানা!

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ছয়জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন সময় ইটভাটায় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

তিনি আরও বলেন, তাদের (আটককৃতরা) ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ মে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করে বিএসএফ।

দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫ শতাধিক
  • ০৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৫ মার্কিন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!