বিমান থামার আগে উঠে দাঁড়ালেই জরিমানা!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ মে ২০২৫, ০২:৩১ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৬:৪৩ PM
তুরস্কগামী বিমানযাত্রীরা যদি বিমান অবতরণের পর সিটবেল্টের চিহ্ন (খোলার) বন্ধ হওয়ার আগেই উঠে দাঁড়ান, তাহলে তাদের জরিমানা করা হবে। তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তারা এই আদেশ জারি করেছে। চলতি মাসের শুরুতে এই নিয়ম কার্যকর হয়েছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, জরিমানা হতে পারে প্রায় ৭০ মার্কিন ডলার। যদিও কর্তৃপক্ষের নির্দেশিকায় কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের ঘটনা ‘গুরুতরভাবে বৃদ্ধি’ পেয়েছে। বিমান থামার আগেই যাত্রীদের তাদের মাথার ওপরে থাকা লাগেজ (ওভারহেড লকার থেকে) নামানোর অনেক অভিযোগ রয়েছে।
প্রতি বছর কয়েক লাখ পর্যটককে স্বাগত জানায় তুরস্ক।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে এখন থেকে ফ্লাইটের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা জারি করতে হবে এবং যারা আদেশ অনুসরণ করবে না, তাদের বিষয়ে প্রতিবেদন পাঠাতে হবে।
কর্তৃপক্ষ আরও বলছে, যাত্রীদের তাদের সিটবেল্ট বেঁধে রাখতে বলা উচিত এবং সিটবেল্টের চিহ্ন (খোলার) বন্ধ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা এবং ওভারহেড লকার খোলা থেকে বিরত থাকা উচিত।
ইউরোনিউজের তথ্যানুসারে, তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স তাদের অবতরণের ঘোষণা এরই মধ্যে আপডেট করেছে।