বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির স্কুলছাত্রীর 

বাসের ধাক্কায় নিহত রশনি পাল
বাসের ধাক্কায় নিহত রশনি পাল  © সংগৃহীত

রাজধানীর কমলাপুর মোড়ে বিআরটিসি বাসের ধাক্কায় প্রথম শ্রেণির এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সাত বছরের রশনি পাল মতিঝিল সরকারি মডেল স্কুলের শিক্ষার্থী ছিল।

সোমবার (২৬ মে) সকালে দাদির হাত ধরে বিদ্যালয় থেকে বাসায় ফিরছিল সে। সড়ক পার হওয়ার সময় আচমকা একটি বাস এসে রশনিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় এক পথচারী তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রশনিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। সে বর্তমানে মা চৈত্রী বিশ্বাস ও দাদি রেখা বিশ্বাসের সঙ্গে মুগদার মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকত। তার বাবার নাম পলাশ পাল, যিনি বিদেশে থাকেন এবং মেয়ের চিকিৎসার উদ্দেশ্যে সম্প্রতি দেশে ফিরেছেন। 

রশনির শ্রেণিশিক্ষক সালমা আক্তার বলেন, ‘এ বছর মর্নিং শিফটে গোলাপ শাখায় প্রথম শ্রেণিতে নতুন ভর্তি হয় রশনি। তার দাদি প্রায়ই বলতেন, রশনি ঠিকমতো খায় না। শারীরিকভাবে দুর্বল। তাকে চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাবেন। কিন্তু তার আগেই মেয়েটি চলে গেল!’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী এমদাদুল করিম আক্ষেপ করে বলেন, ‘স্কুলের আশপাশে এত বাসের ডিপো! হাঁটা-চলা করা যায় না। অনেকবার স্কুলের সামনে স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশ দেওয়ার কথা বলেছি। কিন্তু কাজ হয়নি। রশনির মৃত্যুতে মতিঝিল মডেল পরিবার শোকাহত।’

ঘটনাস্থল এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মাহবুব হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে রাস্তায় গাড়ির চাপ অনেক কম ছিল। ট্রাফিক বক্সের মধ্যে বসে বিভিন্ন পয়েন্টের ট্রাফিক ব্যবস্থার খোঁজখবর নিচ্ছিলাম। এ সময় বাইরে চিৎকার শুনে বক্স থেকে বেরিয়ে দেখি একটি শিশু রক্তাক্ত পড়ে আছে।

আর বিআরটিসির একটি বাস দ্রুতগতিতে রাজারবাগের দিকে ছুটছে। সঙ্গে সঙ্গে সার্জেন্ট ইমাম উদ্দিন পিছু নিয়ে চালকসহ বাসটি আটক করে। পরে চালক শাহজাহানকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।’

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, স্কুলশিক্ষার্থী নিহত ঘটনায় মামলা হয়েছে । এ মামলায় বাসচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে।


সর্বশেষ সংবাদ