বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ১১:০৪ AM
কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন।
এ ছাড়া পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আবদুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি ২৪ নারী-পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: জুলাইযোদ্ধা হাসানের মরদেহ আসছে আজ, জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপির ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে, এমন খবর জানতে পারেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। তখন অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য বিএসএফকে বার্তা দেওয়া হয়।
বার্তায় বিএসএফকে জানানো হয়, ওই ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক হলে তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে নিয়মানুযায়ী গ্রহণ করা হবে। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশি নয়, এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ ২৪ জনের নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠায়। তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: নতুন কর্মসূচির ডাক জুলাই ঐক্যের
ভারত থেকে ফেরত আসা ২৪ জন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭); কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আবদুল কাদের (৩১), তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২); আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ; ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২) ও জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আবদুস ছালাম (৫০)।
আরও পড়ুন: সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ২৪ নারী-পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।