‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল

ভোলাতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি
ভোলাতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি  © টিডিসি ফটো

ফিলিস্তিনে ইসরাইলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির আয়োজন করে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা’। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরের গণজমায়েত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।

মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে যোগ দিতে ভোলার সকল ইউনিয়ন, পৌরসভা ও পাশের উপজেলাগুলো থেকে মিছিল নিয়ে যোগ দেয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ। এ কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে ভোলার বিভিন্ন মসজিদে, সকল ইউনিয়নে প্রচারণা চালিয়েছে ভোলার ২৫টি রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা। তাদের ব্যাপক প্রচার-প্রচারণা ও প্রস্তুতিতে শহরে জনস্রোতে পরিণত হয়। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে ভোলার রাজপথ। তাদের একটাই স্লোগান ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, ইসরায়েলি পণ্য বয়কট-বয়কট ইত্যাদি।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি)’র জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মোমতাজী, গণঅধিকার পরিষদ ভোলা জেলা শাখার শহিদুজ্জামান, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ভোলা জেলা সংগঠক বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ভোলা জেলা শাখার সভাপতি তাদিক আহমাদ তাজিম অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, আবদুর বর আকন, জেলা বিএনপির নেতা এনামুল হক, ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence