চাঁদাবাজির প্রতিবাদে মিছিল © সংগৃহীত
চাঁদাবাজির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে টানা চার দিন ধরে মাছবাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাজার বন্ধ থাকায় অনেকের ঘরে রান্না হচ্ছে না মাছ। সোমবার সকালে শহরের মাছবাজারে গিয়ে দেখা যায়, দোকানপাট পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদাবাজি বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা কয়েকজন ব্যবসায়ীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ব্যবসায়ীরা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাছবাজারের সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।
সৈয়দপুর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ হোসেন পলু বলেন, দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে আমরা চাঁদা দিয়ে আসছি। বর্তমানে মাছ বিক্রি করে যে আয় হয়, তাতে পরিবার চালানোই কঠিন। সেখানে চাঁদা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। চাঁদাবাজির প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা করা হয়েছে। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা দোকান খুলব না। প্রয়োজনে আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হব।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাছ ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।