হত্যাকাণ্ডের গৃহবধূর বাড়িতে পুলিশ ও স্থানীয় লোকজন © টিডিসি
নিরাপদ আশ্রয় হওয়ার কথা যে ঘর, সেখানেই মিলল এক মায়ের নির্মম পরিণতি। কুড়িগ্রামের নাগেশ্বরীতে গভীর রাতে গলাকাটা অবস্থায় মহিমা বেগম নামের তিন সন্তানের এক মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর গৃহবধূর স্বামী বাবলু মিয়া পলাতক।
রবিবার মধ্যরাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে ঘটে যায় এ মর্মান্তিক ঘটনা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত মহিমা বেগম ও তার স্বামী বাবলু মিয়ার মধ্যে কোনো প্রকাশ বিরোধ বা কলহ চোখে পড়েনি। এ ঘটনায় নিহতের স্বামী বাবলু মিয়া ঘটনার পর থেকেই পলাতক।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।