রংপুর রাইডার্স-সিলেট টাইটান্স ম্যাচ © সংগৃহীত
হঠাৎ করেই যেন ছন্দহীন রংপুর রাইডার্স। টানা দুই ম্যাচ হারের পর সিলেট টাইটান্সের বিপক্ষেও মলিন পারফরম্যান্স দলটির। সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে সিলেটের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি রংপুর।
স্বাগতিকদের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ বল বাকি থাকতেই রংপুরকে ১১৪ রানে গুটিয়ে দেন। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা পেসার শহিদুল ইসলামও সুযোগটা কাজে লাগিয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় রংপুর। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। অন্যদিকে শহীদুলের শিকার বনে ৪ রানে ফেরেন হৃদয়। ৪ বাউন্ডারিতে দুর্দান্ত শুরু পাওয়া লিটনও ১২ বলে ২২ রান করে শহীদুলের পরের ওভারেই বিদায় নেন।
ইনিংসের ১১তম ওভারে চতুর্থ উইকেট পড়ার পর রংপুরের রানের গতি আর বাড়েনি। পরে ইফতিখার আহমেদ ১৭ রান করে ফিরলেই ধস নামে ইনিংসে। ১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে রংপুর। একপর্যায়ে ৯৬ রানেই পড়ে যায় ৯ উইকেট।
মাহমুদউল্লাহর ব্যাটে শতক ছুঁলেও শেষ ওভারের প্রথম বলে তিনি ২৯ রানে আউট হলে ইনিংসের সমাপ্তি ঘটে। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।