সা'দত কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজে স্নাতক প্রথম বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৪-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বি. এম. আব্দুল হান্নান, প্রফেসর ড. একিউএম শফিউল আজম, প্রফেসর মো. খলিলুর রহমান, প্রফেসর সুব্রত কুমার সাহা ও জনাব মো. আবদুল্যাহ তালুকদার। স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ড. তাহমিনা খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া।
- college
- ১৬ আগস্ট ২০২৫ ২২:১৬