‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে’

১৬ আগস্ট ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৪০ PM
সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সৈয়দ এমরান সালেহ প্রিন্স © সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের (নন-এমপিওভুক্ত) পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘জনগণের সমর্থন পেলে বিএনপি আগামী নির্বাচনের পর অভিজ্ঞ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করবে। বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়ে গেছে। পাবলিক পরীক্ষায় গণপাশ, উত্তরপত্রে গণহারে নম্বর প্রদানের কারণে জিপিএ-৫ এর বাম্পার ফলনেও প্রকৃত মেধা যাচাই সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রমের পরিবর্তে দিবস ও অনুষ্ঠান নির্ভর কার্যক্রম হয়েছে। তাই পড়াশোনাভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা অতীব জরুরি।

তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা ভালো না হলে মেধাবী প্রজন্ম গড়ে ওঠে না। এতে দেশ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে পরিকল্পিতভাবে প্রজন্ম ধ্বংস করে দেওয়া হয়েছে।’  

সভায় বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং মহাসচিব হযরত আহম্মেদ সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বাবুল, একেএম আব্দুল্লাহ, আলক ঘোষ ছোটন, শিবলী নোমানী, আব্দুর রহমান ফরাজী, ওসমান গণি কুসুম, ময়নুল আবেদিন রতন, হাবীবুর রহমান হাবীব, রফিকুল ইসলাম, মো. রফিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

 

জামায়াতের সাড়ে ১২ ঘণ্টার বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
  • ১৭ জানুয়ারি ২০২৬
৩৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, ফিরে পেলেন ৪৫ জন (তালিকা)
  • ১৭ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোর আটক
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন চাকরি, পদ ৯, আবেদন শুরু ১৯…
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বাতিল হওয়ার পর যা বললেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
যশোর সীমান্তে গত বছর অভিযানে ৩৭৭ কোটি টাকার চোরাচালান জব্দ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9