সা'দত কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সা'দত কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৩৯ PM
টাঙ্গাইলের সরকারি সা'দত কলেজে স্নাতক প্রথম বর্ষ অভ্যন্তরীণ পরীক্ষা-২০২৪-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বি. এম. আব্দুল হান্নান, প্রফেসর ড. একিউএম শফিউল আজম, প্রফেসর মো. খলিলুর রহমান, প্রফেসর সুব্রত কুমার সাহা ও জনাব মো. আবদুল্যাহ তালুকদার। স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ড. তাহমিনা খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আজাদ খান বলেন, প্রাণপ্রিয় শিক্ষার্থী, আলোকিত মুখ, সূর্যসন্তান যাদের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের এই ত্যাগ, তিতিক্ষা, মনোবল, সাহসী রাজপথে উচ্চারণ আমাদেরকে সাহসী করে তুলেছে। শিক্ষার্থীদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে মহাপরিচালকের প্রয়োজনীয়তা হলো শিক্ষার্থীদের সাথে মহাপরিচালকের সংযোগ যেন কখনো বিচ্ছিন্ন না হয়। এই কৃতি শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে।
তিনি আরও বলেন, সা'দত কলেজকে নিয়ে গর্ব করার অন্যতম কারণ হচ্ছে এর মধ্যে বঙ্গের আলিগড় শব্দে উল্লেখ রয়েছে। ভারতবর্ষে প্রথম আলীগড় মুসলমান শিক্ষার্থীদের পড়ালেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করে। এছাড়াও এই অঞ্চলের ভাগ্যহত, কৃষক, শ্রমিক জনতা, সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার জন্য শিক্ষার আলোকবর্তিকা জাগিয়ে ছিলেন ওয়াজেদ আলী খান পন্নী। তিনি সকলের জীবনের অবস্থানকে মূল্যবোধে, বিশ্বাসে, ধ্যান-ধারণায় পরিবর্তন এনেছিলেন। সর্বশেষে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তারা কলি থেকে আলো ছড়াবে সূর্যমুখী ফুলের মত অথবা গোলাপের মতো পাপড়ি ছড়াবে বাংলাদেশের দিক দিগন্তে, সৌরভ ছড়াবে সারাবিশ্বে।
সভাপতি তার বক্তব্যের শুরুতে বলেন আমাদের ডাকে সাড়া দিয়ে শিক্ষা বিভাগের এই প্রধান তিনজন ব্যক্তি সা'দত কলেজে এসেছেন সেটি আমাদের কলেজের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষক-শিক্ষার্থী তথা সা'দত কলেজ পরিবারের সবাই আনন্দিত, উৎফলিত ও আবেগাপ্লুত। তাদের উপস্থিতি সরকারি সা'দত কলেজ এবং সা'দত কলেজ পরিবারকে ধন্য করেছে। তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থাকে এবং নতুন বাংলাদেশ বিনিরর্মাণে তাদের এক নিরলস প্রচেষ্ট চলছে। শিক্ষা ক্যাডার তথা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সমস্যা সমাধান তাদের হাত ধরেই হচ্ছে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিএনসিসি, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ হয়।