প্রশাসনিক কর্মকর্তার পদ চান স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীরা

১৬ আগস্ট ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৬ PM
তাজুল ইসলামের সঙ্গে তৃতীয় শ্রেণির কর্মচারী সংগঠনের নেতারা

তাজুল ইসলামের সঙ্গে তৃতীয় শ্রেণির কর্মচারী সংগঠনের নেতারা © সংগৃহীত

স্কুল ও কলেজে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীর নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। এছাড়া বেতন গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সাথে সাক্ষাৎকালে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান হোসেন প্রামানিক, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক কমল এবং আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাই।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, বর্তমানে অফিস সহকারী, হিসাব সহকারী, হেড অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ারসহ তৃতীয় শ্রেণির কর্মচারীরা সব ধরনের প্রশাসনিক কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন। এজন্য তারা তৃতীয় শ্রেণির কর্মচারী নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা রাখার দাবি জানিয়েছেন।

এ কর্মচারী নেতা আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা ১৬তম গ্রেডে বেতন পাচ্ছি। অথচ অন্যান্য অফিসে তৃতীয় শ্রেণির কর্মচারীরা ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। স্কুল-কলেজের কর্মচারীদের বেতন গ্রেড ১১তম করতে হবে। এ দাবি আদায়ে পরবর্তীতে নানা ধরনের কুটনৈতিক তৎপরতা চালানো হবে।’

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬