কেন মব বন্ধ করা জরুরি অন্তর্বর্তী সরকার কী এখন বুঝতে পারছে?
কেন মব বন্ধ করা জরুরি অন্তর্বর্তী সরকার কী এখন বুঝতে পারছে? দেখুন, যে কোনো বিষয়ে মত-দ্বিমত থাকবে, কিন্তু কথায় কথায় সচিবালয়ে ঢুকে যাওয়া, পুলিশের ওপর হামলা, মব, ভাঙচুর, আগুন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস এবং সর্বোপরি মানুষের ওপর হামলা, হত্যা, পুলিশের পিটুনি, মিথ্যা মামলা, হয়রানি, দায়িত্বহীন আচরণ এগুলো কখনো কোনভাবে সমাধান হতে পারে না। এসব যেই করুক, যেই আমলেই করুক, তা সমর্থনযোগ্য নয়।
- mukto-column
- ২২ জুলাই ২০২৫ ২২:৫৭