বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ AM
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মামলা হয়েছে। গত ১৮ ডিসেম্বর বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নেত্রী বাদী হয়ে সুয়ান আল তালুকদার (২৪) নামের এক যুবককে আসামি করে এই মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত সুয়ান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়া এলাকার জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তিনি নিজেকে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি দাবি করে বরিশালের বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় পরিচয়ের সূত্র ধরে বাদীর সঙ্গে সুয়ানের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বাদী অভিযোগে উল্লেখ করেন, গত ১১ অক্টোবর নগরের সদর রোডের একটি আবাসিক হোটেলে নিয়ে সুয়ান তাকে প্রথমবার ধর্ষণ করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে সুয়ান নানা টালবাহানা শুরু করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, গত ১৭ ডিসেম্বর বিয়ের কথা বলে বাদীকে নবগ্রাম রোডে নিয়ে যান সুয়ান। সেখানে তিনি বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সুয়ান হত্যার উদ্দেশ্যে তার মোটরসাইকেলের হেলমেট দিয়ে বাদীর মাথায় আঘাত করার চেষ্টা করেন। বাদী মাথা সরিয়ে নিলে আঘাতটি তার মুখে লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
১৮ ডিসেম্বর ভুক্তভোগী নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এসে সুয়ানের বিরুদ্ধে অভিযোগ তুললে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ মামলাটি আমলে নেয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে, তবে আসামি পলাতক থাকায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।