মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জবিতে দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়  © টিডিসি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) জবি প্রশাসন ও শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও  সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজস্থলে পৃথকভাবে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

দোয়া মাহফিলে বক্তারা দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!