ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তানের

২৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে লাহোরে শুরু হওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুটা মোটেও ভালো হয়নি, তবে মাঝের ও শেষ দিকের ব্যাটারদের কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।

ইনিংসের প্রথম বলেই বড় ধাক্কা খায় পাকিস্তান। গোল্ডেন ডাকে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। তবে অন্যপ্রান্তে ঝড় তোলেন আরেক ওপেনার সাইম আইয়ুব। আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের চাপে রাখেন তিনি। মাত্র ২২ বল মোকাবিলা করে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪০ রান।

এরপর ইনিংসের ভার তুলে নেন অধিনায়ক সালমান আগা। দায়িত্বশীলতার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে খেলেন ২৭ বলে ৩৯ রানের কার্যকর ইনিংস।

মিডল-অর্ডারে বাবর আজম কিছুটা সময় কাটালেও বড় ইনিংস খেলতে পারেননি। ২০ বল খেলে তার ব্যাট থেকে আসে ২৪ রান। ফখর জামানও ইনিংস বড় করতে ব্যর্থ, ১৬ বলে করেন ১০ রান।

অন্যদিকে উসমান খান ১৪ বলে ১৮ রান করে দলের রান বাড়াতে ভূমিকা রাখেন।
শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোহাম্মদ নওয়াজ। ১৪ বলে অপরাজিত ১৫ রান করেন তিনি। এতে ১৬০ পেরোনো সংগ্রহে পৌঁছাতে সক্ষম হয় দ্য গ্রিন ম্যানরা।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার অ্যাডাম। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২৪ রান খরচ করে একাই তুলে নেন ৪ উইকেট। মূলত তার বোলিংয়েই বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। 

হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাবরের ব্যর্থতার ম্যাচে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে হারাল পাক…
  • ২৯ জানুয়ারি ২০২৬