সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে

২৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
সেলিনা বেগম

সেলিনা বেগম © টিডিসি সম্পাদিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি সাইবার মামলায় সাইবার ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাইবার আইনে দায়ের করা মামলার শুনানি শেষে বিচারক এ আদেশ প্রদান করেন। 

সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির এক সাবেক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। 

এ বিষয়ে সেলিনা বেগম বা তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ববি রেজিস্ট্রার সানজিয়া সুলতানা জানান, উনার জেলে প্রেরণের বিষয়ের কোন তথ্য তার নিকট নেই এবং ঘটনা ঘটে থাকলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নিবে। আর অফিসে আসার বিষয়ে সেলিনা বেগম নিজ দপ্তরের পরিচালকের সাথে কথা বলার অনুরোধ জানান।

এর আগেও সেলিনা বেগম বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় এসেছিলেন। তার বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল এবং শারীরিক নির্যাতনের মতো অভিযোগের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে,যেগুলো নিয়ে সমালোচনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন বা প্রমাণিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বঙ্গবন্ধুর সমাধি দর্শন করা প্রত্যেক মানুষের জন্য সৌভাগ্যের …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিরোপায় চোখ বাংলাদেশের
  • ২৯ জানুয়ারি ২০২৬
মেডিকেলে মাইগ্রেশনের পর পুনরায় ভর্তি ফি বাদ যাচ্ছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০২৬
একদিনে ইসির ১ লাখ ৯১ হাজার অর্থদণ্ড আদায়, কোন আসনে কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য
  • ২৯ জানুয়ারি ২০২৬