মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়  © টিডিসি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এর আগে সোমবার (২১ জুলাই) মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান উপাচার্য।


সর্বশেষ সংবাদ