কোরবানির সংখ্যা কমেছে ১২ লাখ, ঢাকায় অর্ধেকের বেশি হ্রাস

১০ জুন ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের ঈদুল আজহায় দেশে গবাদিপশুর কোরবানির সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুসারে, সারাদেশে ৯১ লাখ পশু কোরবানি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১২ লাখ কম।

বিশেষভাবে ঢাকায় কোরবানির হার ছিল নাটকীয়ভাবে কম। এবার রাজধানীতে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি পশু কোরবানি হয়েছে।  যেখানে গত বছর সংখ্যাটি ছিল প্রায় ১২ লাখ। অর্থাৎ ঢাকায় কোরবানির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, ‘এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি। কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক কোটি, যা প্রায় অর্জিত হয়েছে।’

তথ্যমতে, কোরবানি হওয়া পশুর মধ্যে গরু ও মহিষ ছিল ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি এবং ছাগল ও ভেড়ার সংখ্যা ছিল ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি। এছাড়া অন্যান্য পশুর সংখ্যা ছিল ৯৬০টি।

সংশ্লিষ্টরা বলছেন, এ বছর পশুর সরবরাহ চাহিদার চেয়ে বেশি থাকায় বাজার ছিল স্থিতিশীল। ক্রেতা ও বিক্রেতারা উভয়েই সন্তোষ প্রকাশ করেছেন। পশুর হাটে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল সন্তোষজনক।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে—মাত্র ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি। অন্যদিকে, সর্বোচ্চ কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে—২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবি মানেই নতুন সূচি শুরু!
  • ০৫ জানুয়ারি ২০২৬
নকলের দায়ে ৯৪ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয় (…
  • ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে যেসব চ্যালেঞ্জ দেখছেন ভ…
  • ০৫ জানুয়ারি ২০২৬
আইপিএল থেকে বাদের পর কী করেছিলেন মুস্তাফিজ?
  • ০৫ জানুয়ারি ২০২৬
টেলিটকের সঙ্গে জরুরি বৈঠকে এনটিআরসিএ
  • ০৫ জানুয়ারি ২০২৬
কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • ০৫ জানুয়ারি ২০২৬