অনুমোদন ছাড়া রেললাইনের পাশে বসবে না পশুর হাট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM

বাংলাদেশ রেলওয়ের পূর্বানুমোদন ব্যতীত রেললাইন সংলগ্ন এলাকা বা রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে পশুর হাট বসানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শুক্রবার (১৬ মে) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি এবং রেললাইন সংলগ্ন এলাকায় অনেক সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে অস্থায়ীভাবে পশুর হাট বসানো হয়। এতে সাধারণ জনগণ এবং রেল চলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। রেললাইনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঈদযাত্রার রেলের শিডিউল বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে, যা কোনোভাবেই কাম্য নয়।
আরও পড়ুন: ঢাকা উত্তরের প্রশাসক এজাজ নিষিদ্ধ হিযবুতের সদস্য, দাবি জুলকারনাইনের
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, একান্ত প্রয়োজন হলে রেললাইন সংলগ্ন এলাকায় পশুর হাট বসানোর ক্ষেত্রে চারটি শর্ত অবশ্যই মানতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে— হাট বসানোর আগে রেলওয়ের অনুমতি নিতে হবে; ইজারাদারকে রেললাইনের কাছাকাছি নির্ধারিত দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে মজবুতভাবে ঘেরাবেষ্টনী (ফেন্সিং) তৈরি করতে হবে; এই ঘেরাবেষ্টনী এমনভাবে নির্মাণ করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং হাটে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়; এছাড়া ট্রেন চলাচল ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।