‘বিষ মিশ্রিত’ পানি পান করে ৫ স্কুলছাত্রী হাসপাতালে
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
বরগুনার পাথরঘাটা উপজেলার আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিষ মিশ্রিত’ পানি পান করে ৫ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন—আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতী ও সাবিনা। তারা সবাই ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সকাল ৮টার দিকে কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনা বাড়ি থেকে আনা পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে সহপাঠীদের জানায়। এরপর আরও চারজন ওই পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা ক্লাসরুমে অসুস্থ শিক্ষার্থীদের ব্যাগে থাকা পানি ও খাবার থেকে বিষের গন্ধ পান। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, প্রথমে মনিরা ও সাবিনা বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। পরে শিক্ষকরা বোতল ও খাবার পরীক্ষা করে বিষ মিশ্রণের সত্যতা পান। তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয় এবং প্রশাসনকে জানানো হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন জানান, পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার করা হবে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, শ্রেণিকক্ষের এক কোণ থেকে বিষ মিশ্রিত একটি বোতল উদ্ধার করে তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।