ঢাকা উত্তরের প্রশাসক এজাজ নিষিদ্ধ হিযবুতের সদস্য, দাবি জুলকারনাইনের  

অভিযোগ অস্বীকার করলেন এজাজ

১৬ মে ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
মোহাম্মদ এজাজ

মোহাম্মদ এজাজ © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তিনি অভিযোগ করেছেন, মোহাম্মদ এজাজ নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের একজন। ২০০২ সাল থেকে হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত হন। এ সংগঠনের কাজ করতে গিয়ে দু’বার গ্রেপ্তারও হন তিনি। তবে এজাজ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার (১৬ মে) সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি পোস্ট করেন। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছে অন্তত ৬ জন ব্যক্তি, বেশ সুকৌশলে তারা সরকারের ভেতর প্রবেশ করেছেন। যে-সব উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আপনারা হরহামেশাই মুখরোচক গল্প শুনে অভ্যস্ত তারা কেউই এসবের সাথে সংশ্লিষ্ট নেই। বরং আপনাদের কাছে ওইসব ছাইপাঁশ গল্প প্রচারই করা হয় সংশ্লিষ্টতা নেই এমন সব ব্যক্তিদের সামনে এনে বিতর্কিত করে আপনাদের ব্যস্ত রাখার জন্যে। উদ্দেশ‍্য ১৪ জনের বিশেষ দলটি বা ছোটন গ‍্যাং যেন নিভৃতে তাদের কুৎসিত উদ্দেশ‍্য সফল করতে পারে।’

আরও পড়ুন: ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রসহ ১২ সিটি করপোরেশনের মেয়র অপসারণ

জুলকারনাইন আরও লিখেছেন,  ‘আজকে উন্মোচন করা হবে ছোটন গ্যাং এর অন‍্যতম সদস‍্য এবং সরকারের ভেতর চতুরতার সাথে স্থান করে নেয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের পরিচয়।’

এ পর্যায়ে স্ট্যাটাসে তিনি লিখেছেন,  মোহাম্মদ এজাজ নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের একজন। তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। পরে ২০০২ সাল থেকে হিযবুত তাহরীরের সাথে জড়িত হন। এ সংগঠনের কাজ করতে গিয়ে কমপক্ষে দু’বার গ্রেফতার হন তিনি।’ 

সিটি স্পেশাল ব্রাঞ্চের স্মারক ও গ্রেপ্তারের তথ্যপ্রমাণ উপস্থাপন করে তিনি আরও লিখেছেন, ‘২০১৪ সালের ৩ সেপ্টেম্বর ইস‍্যু করা সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক পর্যালোচনা করে দেখা যায় যে, হিযবুত তাহরীর বাংলাদেশ নামক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের তালিকায় এই মোহাম্মদ এজাজের অবস্থান ছিল পঞ্চম। একই বছর নিষিদ্ধ এই সংগঠনটির প্রচারণা ও অর্থায়নের অভিযোগে মোহাম্মদ এজাজসহ আরো আটজ বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক)(৩)/২৫/ঘ ধারায় গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও একই নিষিদ্ধ সংগঠনের সাথে তৎপর থাকেন এজাজ।’

আরও পড়ুন: নতুন আঠারোটি ওয়ার্ড নিয়ে যে বার্তা দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

তিনি আরও লিখেছেন, ‘৫ আগস্ট ২০২৪ এর পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ১০ নভেম্বর ২০২৪ এজাজসহ তার অন‍্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। মোহাম্মদ এজাজ নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্নভাবে দেনদরবার করা শুরু করেন।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে সুপারিশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ তা জানিয়ে জুলকারনাইন আরও লিখেছেন,
‘ছোটন গ‍্যাংয়ের সাথে আগে থেকেই পরিচয় থাকার সুবাদে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবির্ভূত হন মোহাম্মদ এজাজ। জানা যায়, এ পদের জন্যে পর্দার আড়ালে থেকে তদবির করেন একজন নারী উপদেষ্টা।’

জুলকারনাইন আরও লিখেছেন, ‘বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে সরকার পক্ষ থেকে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগের আগে কোন রকমের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হয়নি।’

সাংবাদিক জুলকারনাইন সায়েরের স্ট্যাটাসের অভিযোগ অস্বীকার করে দ্য ডেইলি ক্যাম্পাসকে মোহাম্মদ এজাজ বলেন, ‘আমি কোনো ধর্মীয় রাজনীতির সঙ্গে জড়িত নই। কখনও জড়িতও ছিলাম না। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে।’

আরও পড়ুন: ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

২০১৪ সালে শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন তা জানিয়ে মোহাম্মদ এজাজ বলেছেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করার জন্য আমাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। এটা সত্য কথা। আমার অফিসে পুলিশ এসেছিল, কয়েকজন কর্মচারীকে গ্রেপ্তার করেছিল। সেখানে আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল।’

মোহাম্মদ এজাজ আরও বলেন, ‘হাসিনা আমলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ উঠানো সবাইকেই প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক ট্যাগিং দেয়া হয়েছিল। আমাকেও হাসিনা ট্যাগিং পলিটিক্সের বাইরে রাখেননি। এখন যারা আমাকে নতুন করে ট্যাগিং দিচ্ছেন, তারাও একই রাজনীতি করছেন। তবে ধর্মভিত্তিক রাজনীতি নিয়া আমার ক্রিটিক্যাল অবস্থান স্পষ্ট ছিল ও আছে। হিযবুত তাহরীরের রাজনীতি আমি বিশ্বাস করি না। আমার ব্যক্তিগত জীবনের খবর যারা রাখেন, তারা সবাই জানেন আমি কেমন।’

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬