জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো মোবাইল কোর্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:৪৪ PM
দেশের ক্রীড়াঙ্গনের প্রধান ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স, যেখানে প্রায় সব ক্রীড়া ফেডারেশন ও স্থাপনা অবস্থিত। তবে যত্রতত্র অস্থায়ী দোকান, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে এখানে খেলার পরিবেশ বিনষ্ট হচ্ছে। সোমবার (১২ মে) এ পরিস্থিতি পরিবর্তনে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ পুনরুদ্ধারে জাতীয় ক্রীড়া পরিষদ প্রথমবারের মতো মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
এতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোসামৎ ইসরাত। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি’সহ দুই পরিচালক ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিন হকি, ভলিবল ও কাবাডিসহ পুরো স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে ব্যবসায়ীদের অবৈধ মালামাল তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দেন মোসামৎ ইসরাত। এ ছাড়া আগামীতে এসবের পুনরাবৃত্তি হলে মালামাল ক্রোক ও জরিমানার হুঁশিয়ারি দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
স্টেডিয়াম পরির্দশন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোসামৎ ইসরাত বলেন, ‘আজকের মোবাইল কোর্ট মূলত সচেতনতামূলক। তাই আজ কাউকে জরিমানা করা হয়নি। আমরা এটি অব্যাহত রাখব এবং সামনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করব। স্টেডিয়াম এলাকা দর্শক এবং ক্রীড়া সংশ্লিষ্টরা যেন সুন্দর পরিবেশে যাতায়াত করতে পারেন সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।’
এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের কারো এই সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টতা থাকলে বা প্রমাণিত হলে ক্রীড়া পরিষদের চাকুরি বিধিমালা অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।’