বাকৃবিতে এগ্রিকালচারাল অলিম্পিয়াডের অপারেশনাল টিম গঠন

বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড (বিএও) সিজন ৪-এর সাধারণ সভা অনুষ্ঠিত
বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড (বিএও) সিজন ৪-এর সাধারণ সভা অনুষ্ঠিত  © টিডিসি

দেশজুড়ে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৪’। এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড (বিএও) সিজন ৪-এর সাধারণ সভা। এসময় গঠিত হয় নতুন অপারেশনাল টিম।

শনিবার (২১ জুন) বাংলা‌দেশ এগ্রিকালচার অলিম্পিয়া‌ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে অলিম্পিয়াডের সিজন ৪ পরিচালনার জন্য গঠিত অপারেশনাল টিমের তালিকা প্রকাশ করা হয়।

এবারের অপারেশনাল টিমের পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান আসিফ। সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন এ. কে. নিক্সন এবং হুরাই জান্নাত বিনতি তাফিক। মানব সম্পদ প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন খন্দকার সালমা মালিহা, যুগ্ম মানব সম্পদ প্রধান সাদিয়া আফরিন জেমি এবং মানব সম্পদ কার্যনির্বাহী খন্দকার সামিহা আজাদ। 

আরও পড়ুন: ‘১৫ লাখে চুক্তি, পেয়েছি মাত্র ৮’— ভাস্কর্য বিতর্কে নতুন মোড়, অভিযোগ সৌমিত্র শেখরের দিকে

যোগাযোগ প্রধান পদে দায়িত্বে রয়েছেন তুবাউল জান্নাত, যুগ্ম যোগাযোগ প্রধান সাকিব হোসেন এবং যোগাযোগ কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুবাইরিয়া বিনতে হুসাইন, ইসমাইল হোসেন, ইফসিতা তাহসিন ঐশি এবং নুসরাত জাহান স্বর্ণা। প্রধান কর্মসূচি ব্যবস্থাপক প‌দে র‌য়ে‌ছেন কাউসা নূর খাজা এবং যুগ্ম প্রধান কর্মসূচি ব্যবস্থাপকে নাজমুস সাকিবা প্রজ্ঞা।

বিপণন ও ব্র্যান্ডিং নির্বাহী প‌দে র‌য়ে‌ছেন মার্জিয়া খান শৈলি, আফরিন জাহান মুন, দৃষ্টি ও কণ্ঠশিল্পী অদিতি চৌধুরি এবং নুবাহ নাশিতা ফারিহাত। গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক প‌দে র‌য়ে‌ছেন অভিক সরকার, ফাহমিদা ফাইজা রহমান, কন্টেন্ট লেখক মো আজহারুল ইসলাম তাহমিম এবং অনুসূয়া ভট্টাচার্য। গ্রাফিক্স ডিজাইনার প‌দে র‌য়ে‌ছেন মাহির আল মুন্তাকিম সাজিদ এবং কোষাধ্যক্ষ প‌দে মাহমুদা আক্তার মীম।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!