ছাত্রদল নেত্রীর হল ছাড়ার হুমকি ও ভীতিপ্রদর্শনের ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

০১ জুন ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
ছাত্রদল নেত্রী ও শিবিরের প্রতিবাদ

ছাত্রদল নেত্রী ও শিবিরের প্রতিবাদ © টিডিসি সম্পাদিত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রদলের এক নারী কর্মী কর্তৃক বেগম সৈয়দুন্নেছা হলে কয়েকজন শিক্ষার্থীকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা এবং অংশ না নিলে হল ত্যাগের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেকৃবি শাখা।

শনিবার (৩১ মে) শাখা প্রচার ও প্রকাশনা সম্পাদক মুবাশ্বির সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এ ঘটনা শেকৃবিতে রাজনৈতিক লেজুড়বৃত্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের ব্যবহার করার নিন্দনীয় চেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে কলুষিত করার দৃষ্টান্ত। বিবৃতিতে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ছাত্রশিবিরের পাঁচ দফা দাবি হলো- ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের দ্রুত তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, হল ও ক্যাম্পাসে রাজনৈতিক দখলদারিত্ব বন্ধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, শিক্ষার্থীদের নিরাপদ, স্বাধীন ও মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করা, দলমত নির্বিশেষে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নীতিমালা প্রণয়ন ও নির্বাচন আয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় হল জ্ঞান অর্জন ও নৈতিকতা বিকাশের কেন্দ্র। একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করে সুশৃঙ্খল ও নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল ছাত্রসংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মিরসরাইয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোটের ইশতেহারে কওমী শিক্ষা: বাস্তবতা ও প্রত্যাশা
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সেনাবাহিনীর আন্দোলনের ছবিটি ‘এআই’
  • ২৯ জানুয়ারি ২০২৬
পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬