বাকৃবিতে পূবালী ব্যাংকের দুটি মাইক্রোবাস উপহার

২০ মে ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:২১ AM
চাবি হস্তান্তর অনুষ্ঠান

চাবি হস্তান্তর অনুষ্ঠান © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক উপহার হিসেবে প্রদানকৃত দুইটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব মাইক্রোবাসের চাবি হস্তান্তর করা হয়। 

পূবালী ব্যাংক, বাকৃবি শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির এবং পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শাহনেওয়াজ খান।

এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুম আহমাদ, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: শিক্ষকদের সচিবালয় অভিমুখে লংমার্চ কাল

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে এই মাইক্রোবাস দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা পূবালী ব্যাংকের এই আন্তরিক সহায়তায় কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

সুরভীর বাসায় নাহিদ ইসলাম
  • ০৬ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী নেতাকর্মীদ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ০৫ জানুয়ারি ২০২৬
প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক
  • ০৫ জানুয়ারি ২০২৬
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
  • ০৫ জানুয়ারি ২০২৬
পাহাড়ের দুর্গম স্থানে অস্ত্র কারখানা সন্ধান, বিপুল পরিমাণ স…
  • ০৫ জানুয়ারি ২০২৬