স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের বাংলাদেশে আসা, অবস্থান ও প্রস্থানের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময়ে বিদেশিদের চলাচল নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে অন-অ্যারাইভালসহ সব ধরনের ভিসার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এই নির্দেশনা জারি করা হয় একইসাথে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, বিদ্যমান ‘ভিসা নীতিমালা-২০০৬’ এবং পরবর্তীতে জারি করা সব প্রজ্ঞাপনের শর্তাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের প্রতিটি মিশন ও দূতাবাসকে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করে তবেই সুনির্দিষ্ট ক্যাটাগরির ভিসা ইস্যু করতে হবে।
বিনা ভিসায় (অন-অ্যারাইভাল) আসা বিদেশিদের ক্ষেত্রে ২০১৬ সালের পরিপত্র অনুসরণ করতে বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে আগমনের সুনির্দিষ্ট উদ্দেশ্য, স্পনসরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা, হোটেলের ঠিকানা এবং ফিরতি টিকিটের মতো নথিপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। কোনো ধরনের ব্যত্যয় বা সন্দেহ থাকলে কাউকেই আগমনী ভিসা দেওয়া যাবে না।
আরও পড়ুন: জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব
বিদেশি সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশন (ইসি), পররাষ্ট্র এবং তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ সাপেক্ষে বিশেষ ভিসা দেওয়া হবে। তাদের পাসপোর্টে ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সিলসহ নির্ধারিত সময়ের জন্য ভিসা দেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সুপারিশ থাকলে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফের সুযোগ রাখা হয়েছে।
আন্তর্জাতিক বিমানবন্দরসহ সকল স্থল ও নৌবন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও যাতায়াতের সময় স্পেশাল ব্রাঞ্চ (এসবি), গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বিদেশিদের ভিসা প্রদান ও আসা-যাওয়ার বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরম্যাটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ই-মেইলে পাঠানোর জন্য পাসপোর্ট অধিদপ্তর, এসবি এবং সকল বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।