বিএনপি কর্মীকে জরিমানা © সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বিএনপি কর্মীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. শামসুল হুদা নামে এক বিএনপি কর্মীকে নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ২৭(ক) ধারা ভঙ্গের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মো. শামসুল হুদা নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে মামুনশিয়া বাজারে হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও তিনি ভোটের প্রচারণা চালাচ্ছিলেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলেই তাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।