বাকৃবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে © সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, বাকৃবি ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে এ এম শোয়াইবসহ ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক। তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানানো হয়।