রুয়েট ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৪ ভর্তিচ্ছু

২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। এ হিসাবে আসনপ্রতি লড়বেন প্রায় ১৪ শিক্ষার্থী।   

ভর্তি পরীক্ষা বুয়েট ও রুয়েট এই দুই কেন্দ্রে  সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘খ’ গ্রুপের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার গ্রুপের পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি মূল্যায়ন পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত শুধু রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর, কেন্দ্র ও আসন বণ্টন তালিকা প্রকাশ করা হয়েছে। 

আরও পড়ুন: শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে

পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বৃহস্পতিবার রুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহযোগিতা করছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এবার রুয়েট ও বুয়েট দুটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নিচ্ছি।  

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  

জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, পিএসসির ১৩ সদস্যের …
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যুক্ত হলো রোনালদোর, গোল সংখ্যা …
  • ২২ জানুয়ারি ২০২৬
'দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগায…
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে নতুন তথ্য জানালেন এনটিআরসিএ চে…
  • ২২ জানুয়ারি ২০২৬